শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

টাঙ্গাইলে যুবদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:০১ এএম

টাঙ্গাইলে যুবদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ

টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকার গোডাউন বাজার এলাকায় টাঙ্গাইল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক জাহিদ হোসেন মালার নামে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে । 
রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্বাস বেতকা শ্রী শ্রী কালী মন্দিরের সামনে হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ দিকে মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের আজকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিলো কিন্তু পুলিশের বাঁধার মুখে আমরা কলোনীর ভিতরে মন্দিরের সামনে মানববন্ধন করি।
আমাদের উপর প্রতিনিয়ত বিএনপির নেতা সেই সন্ত্রাসী মালার বাহিনী হামলা করে।
গতকাল দুপুরে প্রণয় চন্দ্র নামে এক কিশোরকে বাড়িতে এসে হামলা করে মালা ও তার গংরা। আমরা এই মালার কঠিন বিচার দাবী করছি। 
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্বাস বেতকা শ্রী শ্রী কালী মন্দিরের সাধারণ সম্পাদক রমনাথ চন্দ্র সুত্রধর, নুপুর চন্দ্র প্রমুখ।