ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এই উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুর শহরের নিউ স্টার কাবাব এন্ড রেস্টুরেন্টের স্টার কাবাব কনফারেন্স হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি মুফতী মোস্তফা কামাল।
নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন- সভাপতি মাওলানা কামাল বেপারি, সহ-সভাপতি মাওলানা মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল জামি আজম
এই সভায় উপস্থিত বক্তারা ইসলামী আন্দোলনের ধারাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। জেএম সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইসলামী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির কার্যক্রমে সাফল্য কামনা করে তাদের দৃঢ় বিশ্বাস ব্যক্ত করা হয় যে, এই কমিটি ইসলামী আন্দোলনকে আরও গতিশীল ও সংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা বলেন, ফরিদপুরে ইসলামের প্রচার, সমাজসেবা এবং ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় নবগঠিত এই কমিটি বিশেষ অবদান রাখবে।
অনুষ্ঠানের শেষাংশে বক্তারা একত্রিত হয়ে ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। "আদর্শবাদী যুবকরা জাগলেই, বাংলাদেশ জাগবে"—এই মন্ত্রকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটি তার যাত্রা শুরু করেছে, যা ইসলামি সমাজ প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।