রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সংষ্কারে সকল রাজনৈতিক দলকে আহবান বাংলাদেশ পলিটিক্যাল এ্যালাইন্সের

আব্দুল হালিম, গফুরগাঁও

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

সংষ্কারে সকল রাজনৈতিক দলকে আহবান  বাংলাদেশ পলিটিক্যাল এ্যালাইন্সের

প্রিয় মাতৃভূমি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষে  বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার  (১ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর  পুরানা পল্টন এলাকায় মতবিনিময় সভার  আয়োজন করে বাংলাদেশ পলিটিকাল এ্যালাইন্স। 

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে  উপস্থিত ছিলেন  বাংলাদেশ পলিটিক্যাল এলায়েন্স (বিপিএ) সভাপতি, জাতীয় শক্তির চেয়ারম্যান  অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, বাংলাদেশ জাষ্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, আমার বাংলাদেশ (এবি) পার্টির   স্বেচ্ছাসেবক পার্টির  কেন্দ্রীয় সমন্বয়ক তাজুল   হযরত আলী,  এম এ মুয়িদ মুত্তাকিন সহ আরো অনেকেই। 

মতবিনিময় সভার সভাপতি অধ্যক্ষ এম শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশে আজ রাজনীতির দূর্ভীক্ষ চলছে। এজন্য দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দারিদ্রের কারনে মায়ের স্তনের দুধ সুখে যাচ্ছে, কর্মক্ষম মানুষগুলো আজ বেকার। চুরি-ছিন্তাই, রাহাজানী দিন দিন বেড়েই চলছে। নতুন কল-কারখানা আলোর মুখ দেখছে না বরং পুরাতনগুলোও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সু-শিক্ষা না থাকার কারনে যুবকরা আজ অন্ধকার জগতে পা বাড়াচ্ছে। সুষ্ঠ গণতন্ত্র রাজনীতি না থাকার কারনে পেশী শক্তি ও সন্ত্রাসী দল মাথা চারা দিয়ে উঠছে। 

তিনি আরো বলেন এদেশ আমার ভাষা আন্দোলনের হাত ধরে আজকের স্বাধীনতা। এ চেতনাকে ধারণ করে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। দেশ গড়তে প্রয়োজন সঠিক রাজনীতি। দেশের এই চলমান সংকট নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোড় আহ্বান জানান।