শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

টাঙ্গাইল গোপালপুরে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাহাত শরীফ, গোপালপুর

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

টাঙ্গাইল গোপালপুরে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৭ই ফেব্রুয়ারি ২০২৫ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভূটিয়ার এমএসবি ব্রিকস ও হাদিরা ইউনিয়নের নিয়ামতপুর এশিয়া ব্রিকস অবৈধভাবে পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। অভিযানে গোপালপুর থানা পুলিশের এসআই হাবিবুল্লাহসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, উক্ত দুই ইটভাটার মালিককে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।