টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডৌজানি গ্রামে হাজী আলী আকবর নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দর্শনার্থীদের জন্য গোল ঘর ও উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস সালাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি বীর মুক্তি যোদ্ধা শেখ মোঃ আব্দুস সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, আব্দুল হান্নানসহ আরো অন্যান্যরা।