রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে ফুলপুরে গ্রেফতার ২

ফুলপুর, প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

অপারেশন ডেভিল হান্টে ফুলপুরে গ্রেফতার ২

ময়মনসিংহ ফুলপুরে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাদি এই তথ্য জানায়।


গ্রেফতারকৃতরা হল ফুলপুর উপজেলা যুবলীগ নেতা, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ তুলা মিয়া, ও ৫নং সদর ফুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক সোহাবুর রহমান তুলা।


রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তুলা মিয়াকে উপজেলার মোকামিয়া এলাকা থেকে আর সোহাবুর রহমান তুলাকে ছনকান্দা বাজার এলাকা থেকে  আটক করা হয়। পুলিশ জানায়, তাদের নামে জুলাই আগস্টে সংঘটিত নাশকতা মামলা রয়েছে।