শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নির্বাচনি রোডম্যাপ ঘোষনার দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপির সমাবেশে

নাজমুল আদনান, টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

নির্বাচনি রোডম্যাপ  ঘোষনার দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপির সমাবেশে

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যেবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবি সহ বিভিন্ন জনদাবিতে ১৭ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি পৌর উদ্যান।  টাঙ্গাইল জেলা বিএনপি'র সমাবেশ।   টাঙ্গাইল বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতা কর্মিতে মুখরিত হয় পৌর উদ্যান। 


এ সময় প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান বলেন বিগত স্বৈরাশাসক সরকার  বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র,   এখন বর্তমান সরকার বলে  আগে সংস্কার পরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আমরা বলতে চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে।  এ সময় আর বক্তব্য দেন প্রধান বক্তা এডভোকেট আহমেদ আযম খান,  তিনি বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না।  এভাবে একটা দেশ চলতে পারে না।  তিনি আরো বলেন দ্রুত নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা  করে দ্রুত দেশের উন্নয়ন কাজ করতে চায় বিএনপি।  


সমাবেশের প্রধান অতিথি: ড : ড. আব্দুল মঈন খান ,  সদস্য জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।এবং প্রধান বক্তা : এডভোকেট আহমেদ আযম খান ভাইস চেয়ারমান, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।


এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি: কাজী সাইয়েদুল আলম বাবুল সাংগঠনিক  সম্পাদক (ঢাকা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।আবুল কালাম আজাদ সিদ্দিকী শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।বেনজির আহম্মেদ টিটো সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।সাঈদ সোহরাব সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।


সমাবেশ সভাপতিত্বে ছিলেন হাসানুজ্জামিল শাহীন সভাপতি, জেলা বিএনপি, টাঙ্গাইল।


সঞ্চালক ছিলেন সঞ্চালক : এডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, টাঙ্গাইল