দেশব্যাপী ৭ শত কমিটি নিয়ে গঠিত গভর্মেন্ট অনুমোদিত দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠনের সদস্যদের নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে পারস্পরিক পরিচিতি ও মিলন মেলার আয়োজনে অনুষ্ঠান উপভোগের জন্য ছুটে আসেন বাংলার সেই ঈশা-খাঁর আমলের প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে ।
গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁ পৌরসভার পানাম নগরীতে অবস্থিত প্রধান বাড়ির পিকনিক স্পটে পারস্পরিক পরিচিতি ও পিকনিক অনুষ্ঠান উপভোগ করেন ।
সারাদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা সংগঠনের সদস্যদের সাথে পারস্পরিক পরিচিতি আলাপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংবাদিকদের চৌকস সাংবাদিকতার দক্ষতা নিয়ে সিনিয়র সাংবাদিকদের দিয়ে প্রশিক্ষণ কর্মশালা, কবিতা আবৃতি, শিল্পীদের মাধ্যমে নিত্য পরিচালনা ও কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠানটি।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এর উপস্থিতিতে সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ফাহাদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক আব্দুল করিম ফুল দিয়ে বরণ করে নেন।