খুলনার রূপসায় কর্মচারী কর্তৃক দোকানে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলার রূপসা থানার আইচগাতী ক্যাম্প পুলিশ। গত ২১ ফেব্রুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানার আইচগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ আনোয়ার মন্ডল (৫৬), মোঃ নাইম শেখ (২৫) ও মোঃ অমিত ব্যাপারি (১৯)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ সেট ঝাড়বাতি, ৫ কেজি তার ও ডেকোরেটরের কাপড় উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃতরা রূপসা থানার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ফরেন মার্কেটে নুর ইলেকট্রনিক্স এন্ড সাউন্ড নামক দোকানের কর্মচারী। তারা বিভিন্ন অনুষ্ঠানের লাইটিং করাসহ অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের মালামাল ভাড়া দেয়ার কাজ করে। তারা গত ২ মাস ধরে মালিকের অগোচরে দোকানের বিভিন্ন মালামাল চুরি করে আসছিলো।
প্রতিষ্ঠানের মালিক তার দোকানের মালামালে অসঙ্গতি দেখতে পেয়ে সকল মালামাল গণনা করে চুরির বিষয়টি টের পায়। এর প্রেক্ষিতে তিনি পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ এই চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে এবং চোরাই মালামাল উদ্ধার করে। এ ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু হয়েছে।