শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

শেখ আসাদুজ্জামান, ফকিরহাট

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাট সদরের সাতশৈয়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ উদ্বোধিত হয়েছে।

 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল নয়টায় ৫৭তম বার্ষিক এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বিদ্যালয়ের খেলার মাঠে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদ্বোধিত হয় দুইদিন ব্যাপী এ অনুষ্ঠান। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সংগে জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়।ক্রীড়া  প্রতিযোগিতার শুরুতে প্রজ্বলন করা হয় অলিম্পিক পতাকা এবং তা ক্রীড়া প্রতিযোগিতার মাঠ প্রদক্ষিণ করে। 


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আসাদুজ্জামান, প্রবীণ সমাজ সেবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. শেখ আ: বারী, প্রাক্তন প্রধান শিক্ষক শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ: কাদের, বিশিষ্ট সমাজ সেবক সেখ সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারন সম্পাদক শেখ আ: সালাম, ফকিরহাট সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক খন্দকার আ: ওয়াদুদ, সাবেক ছাত্রনেতা ও কৃতি ফুটবলার খান গোলাম মুর্শিদ, ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, শ্রমিক দলনেতা আবুল বাসার, এসআই রুবেল, ছাত্রদলনেতা মো: আজম চেঙ্গিস সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 


সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ এলান এর তত্বাবধানে ও সিনিয়র শিক্ষক নীলয় কুমার রায় চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান। এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ব্যাজ পরানো হয়। দুইদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, স্কুল শিক্ষার্থী ও ক্রীড়ামোদী অসংখ্য অভিভাবক উপস্থিত ছিলেন।