শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাজারকুলে বিএনপির মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতির আহ্বান

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ১২:০৩ পিএম

রাজারকুলে বিএনপির মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান

কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বিএনপির মতো একটি জাতীয়তাবাদী দল অত্যন্ত প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছেন, তেমনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, ধানের শীষকে বিজয়ী করতে এখন থেকেই সকলকে প্রস্তুতি নিতে হবে। সাধারণ ভোটারদের প্রতি তিনি এই প্রস্তুতির আহ্বান জানান।


শনিবার (০৮ মার্চ) সারাদিন রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে গণসংযোগ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে। তাঁরা যখন যেভাবে নির্দেশনা দেবেন, কক্সবাজারবাসী সেভাবেই ধানের শীষের পক্ষে কাজ করে যাবে।”


রাজারকুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল আজাদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, জেলা বিএনপির সদস্য জানে আলম এবং কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকতার আহমদ।


জেলা যুবদল নেতা রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন খুনিয়াপালং বিএনপি নেতা আবুল কালাম, ঈদগাঁও বিএনপি নেতা মোহাম্মদ কায়েস, মো. ফারুক প্রমুখ।


এর আগে দুপুরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান রাজারকুল ইউনিয়নের ছিকলঘাট জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তিনি স্থানীয় কবরস্থান জিয়ারত শেষে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ শুরু করেন। তিনি একে একে ছিকলঘাট, বন্দরখিল, দিয়াং পাড়া, নয়া পাড়া, সিকদার পাড়া, হালদারকুল ও পঞ্জেগানা এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।