শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ফরিদপুরে চার বছরের শিশু ধর্ষণের ঘটনা

শরিফুল ইসলাম, ফরিদপুর

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৩:০৩ পিএম

ফরিদপুরে চার বছরের শিশু ধর্ষণের ঘটনা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে শুক্রবার রাতে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী এক কিশোর শিশুটিকে সাইকেলে ঘুরানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।


আহত শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে।


স্থানীয় ইউপি সদস্য সুমন পোদ্দার বলেন, "শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।"


কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদউজ্জামান বলেন, "মামলার বিষয়টি নিয়ে সমস্যায় আছি। দুজনেরই বয়স কম।"