শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৪২ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭৪২ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

 

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এ মামলা করা হয়। এ ছাড়া এই অভিযানে ২৬০টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।