ফরিদপুর সদর উপজেলা শাখার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক শরীফ জাহিদ হোসেনের সভাপতিত্বে শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুর জসীম উদদীন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ লোকমান হোসেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো. সেলিম মিয়া।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ইমরুল কবির জিহাদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফরিদপুর শাখার সভাপতি অধ্যক্ষ সেলিম মো. বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শওকত আলী, ফরিদপুর শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ আল সিদ্দিকী, ফরিদপুর কিন্ডারগার্টেনের সভাপতি নাজিমউদ্দীন আহমেদ লেলিন প্রমুখ।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. ইউসুফ আলী।
বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের ১ দফা দাবি বাস্তবায়নে জন্য সরকারের কাছে জোর দাবি জানান।