রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ফেনীতে ফুটবল খেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ জহির

আর.এ.জাবেদ ফেনী 

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:১১ পিএম

ফেনীতে ফুটবল খেলা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ জহির

 

ফেনীর কালিদহ বাজারে ফুটবল খেলা নিয়ে দ্বন্ধের জেরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ দু'পক্ষের ৪জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে কালিদহ বাজারে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ, তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ফেনী থানার ওসি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, শুক্রবার বিকালে  ফেনী সদর উপজেলার কালিদহ হাইস্কুল মাঠে স্থানীয় হাফিজিয়া একাদশ ও কালিদহ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জয় -পরাজয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

এরই জেরে বিকাল ৫টার দিকে হাফিজিয়া একাদশ পক্ষের সবুজ, রনি ও রিজভীর নেতৃত্বে অস্ত্রধারী একটি গ্রুপ কালিদহ বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে জহির তলপেটে গুলিবিদ্ধ হয়। এছাড়া উভয় পক্ষের আরও তিনজন আহত হয়। তারা হলেন,  মুুহাম্মদ শরিফ,  সবুজ ও রনি। গুলিবিদ্ধ জহির কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত জহির জানান, তুচ্ছ ঘটনার জেরে সবুজ ও রিজভি এলজি ও পিস্তল দিয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

ফেনী থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।