ফেনীর কালিদহ বাজারে ফুটবল খেলা নিয়ে দ্বন্ধের জেরে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধসহ দু'পক্ষের ৪জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে কালিদহ বাজারে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ, তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ফেনী থানার ওসি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, শুক্রবার বিকালে ফেনী সদর উপজেলার কালিদহ হাইস্কুল মাঠে স্থানীয় হাফিজিয়া একাদশ ও কালিদহ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে জয় -পরাজয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এরই জেরে বিকাল ৫টার দিকে হাফিজিয়া একাদশ পক্ষের সবুজ, রনি ও রিজভীর নেতৃত্বে অস্ত্রধারী একটি গ্রুপ কালিদহ বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে জহির তলপেটে গুলিবিদ্ধ হয়। এছাড়া উভয় পক্ষের আরও তিনজন আহত হয়। তারা হলেন, মুুহাম্মদ শরিফ, সবুজ ও রনি। গুলিবিদ্ধ জহির কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত জহির জানান, তুচ্ছ ঘটনার জেরে সবুজ ও রিজভি এলজি ও পিস্তল দিয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ফেনী থানার ওসি মর্ম শিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।