ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধ্বীন ইউনিয়নের টাঙ্গাব বালিকা দাখিল মাদ্রাসার পাঁচ শিক্ষকের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গত ২৬ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ওয়েব সাইটে প্রকাশিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর এমপিও যাচাই ও অনুমোদন কমিটির মাধ্যমে অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও সদস্য সচিব শরিফুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
এনটিআরসিএ সনদ সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় ইনডেক্স কর্তন ও আইনানুগ ব্যবস্থার প্রসঙ্গে বিষয় সম্বলিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
মাশিঅ স্মারক নং ৫৭.২৫.০০০০. ০০১.১৪.০০২.১৭.৩৩৯, (২৮/১০/২৪) খ্রি. তদন্ত প্রতিবেদন অনুযায়ী এনটিআরসিএস সনদ ও সুপারিশ পত্র জাল ও ভুয়া প্রমাণিত হয় এবং বেসরকারি প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও প্রমাণিত এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর ১৮,১ (গ) এবং অনুযায়ী এমপিও বাছাই অনুমোদন কমিটির সিদ্ধান্ত প্রকৃতি নিম্নে বর্ণিত শিক্ষকদের এমপিও শীত হতে ইনডেক্স কর্তন করা হলো। বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ টাঙ্গাব বালিকা দাখিল মাদ্রাসা এমপিও থেকে বাতিলকৃত শিক্ষকরা হলেন।
দক্ষিণ টাঙ্গা বালিকা দাখিল মাদ্রাসার সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক আইরিন সুলতানা (ইনডেক্স- এম-০০৩৫৩৯১), সরকারি মৌলভী রুহুল আমিন ( ইনডেক্স-এম-০০৩৮০০০ ), সহকারী শিক্ষক কোহিনূর আক্তার ( ইনডেক্স এম-০০৩৮৫৩১), সহকারী শিক্ষক পারভেজ আলী ( ইনডেক্স- এম ০০৫৪২৫৮, সহকারী শিক্ষক আজহারুল আলম (ইনডেক্স- এম ০০৪০০৩৮)
জুনয়র মোলভী তাছলিমা খাতুন (ইনডেক্স এম-০০৪০০৩৭), জুনিয়র শিক্ষক মো বাদল মিয়া (ইনডেক্স -এম ০০৩৭৭৯৮)
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অবস্থায় ভবিষ্যতে এ ধরনের জাল সনদধারী আবেদন প্রেরণে মাদ সতর্ক করা হলো অন্য তাই বিধি মুতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ণিত শিক্ষকদের উত্তোলিত বেতন ভাতা সমুদ্যা অর্থ সরকারি কোষাগারে জমা প্রধানপূর্বক এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করি সহ অধিদপ্তরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরধ করা হলো
এব্যপারে দক্ষিণ টাঙ্গাব বালিকা দাখিল মাদরাসার সুপার বলেন বিবৃতিতে প্রকাশিত এমপিও বাতিলের বিষয়টি আমি দেখেছি। তবে এনটিআরসিএ কর্তৃক কিভাবে নিয়োগ পেল সে বিষয়ে আমার কিছু জানা নেই। এমপি বাতিলকৃত শিক্ষকরা প্রতিষ্ঠানে চাই বিনা বেতনে পাঠদান করাতে পারবে। চাকরি থেকে বাতিলের চুড়ান্ত চিঠি না আসা পর্যন্ত চাকরি বলবৎ থাকবে।