বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

ফেনীর মহিপাল থেকে ২ আসামিকে গ্রেপ্তার করে RAB-7

আর. এ. জাবেদ ফেনী

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

ফেনীর মহিপাল থেকে ২ আসামিকে গ্রেপ্তার করে RAB-7

 

 

ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জহিরুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয় কালীদহ বাজারে এ ঘটনা ঘটেছে। আহত জহিরুল কালীদহ বাজারের একটি হার্ডওয়ার দোকানের মালিক। তিনি ওই এলাকার আবুল হাসেমের ছেলে।

উক্ত ঘটনার পর অভিযুক্তের পরিবারের মামলার প্রেক্ষিতে ১'লা ডিসেম্বর রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে ফেনীর মহিপাল থেকে ২ আসামিকে গ্রেপ্তার করে RAB-7। 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ছনুয়া ইউনিয়নের একরামুল হকের ছেলে ইব্রাহিম হোসেন রিয়েল ও একই এলাকার আব্দুল ছবুরের ছেলে বেলায়েত হোসেন রিয়াজ।