শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ এএম

মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৭০ গ্রাম গাঁজা, ১২০ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৫০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রুজু হয়েছে।