রবিবার, এপ্রিল ২০, ২০২৫

যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম

যুক্তরাষ্ট্রে আবারও প্লেন বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে যাওয়া সময় একটি মেডিকেল প্লেন দুর্ঘটনায় পড়েছে। প্লেনটি কিছু সময় পরই বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশেপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় প্লেনটির দুর্ঘট্না ঘটে।

সিবিএস এক প্রতিবেদে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে ৪ জন ক্রু ও ২ জন যাত্রী। এক যাত্রী ছিলেন একটি শিশু।

ফিলাডেলফিয়ার মেয়র শেরেল পার্কার জানান, এখনও কোনো প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি। প্রাথমিকভাবে তারা শুধু প্রার্থনা করতে বলছেন।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ একটি প্লেন বিল্ডিংয়ে আছড়ে পড়ল এবং বিস্ফোরণ ঘটে। আকাশে আগুনের কুণ্ডলি দেখা গেল।

ঘটনাস্থলে প্লেনের টুকরো রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। এ ঘটনায় প্লেন দুর্ঘটনায় কিছু স্থানীয় মানুষ পোড়া আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এরইমধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানবন্দরে একটি গ্রাউন্ড স্টপ ঘোষণা করেছে ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে ৬৪ জনের মৃত্যু হয়েছে।