বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

ছাত্র-জনতার উপর গুলি চালানো মিঠুন চক্রবর্তী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ পিএম

ছাত্র-জনতার উপর গুলি চালানো মিঠুন চক্রবর্তী গ্রেফতার

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রতিরোধের নামে ছাত্র-জনতার উপর গুলি চালানো মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ থানার একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। সোমবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

 

পুলিশ সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালীন গত ১৬ জুলাই আনুমানিক দুপুর আড়াই টায় ২নং গেইটের চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর মিঠুন চক্রবর্তী নিজে ও তার অন্যান্য সহযোগীদের নিয়ে নাশকতার উদ্দেশ্যে বেআইনিভাবে মারাত্মক অস্ত্র-সস্ত্র লাঠি-সোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ককটেল ফাটিয়ে জনগনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং সাথে পথরোধ করে গাড়ি ভাঙচুর করে।

 

এছাড়াও ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী নিজে পিস্তল দিয়ে নির্মমভাবে গুলিবর্ষণ শুরু করে। তার এই নির্মমতার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। 

 

চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তী পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ এবং সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।