ফরিদপুরের সদরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মোসলেম সরদার।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি সদরপুর উপজেলার ডিগ্রীরচরে তার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মোসলেম উদ্দিন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের ৩৩ নং ড্রিগ্রীরচর গ্রামের মৃত মতুল্লা সরদারের পুত্র।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে তার নিজ বাড়ীতে মোসলেম সরদার কে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন সদরপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। গার্ড অব অনার শেষে উক্তস্থানে জানাজা সম্পন্ন হলে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধাকে যারা রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়েছেন, সদরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন,সদরপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুজ্জামান, উপজেলা মুক্তযোদ্ধা সাবেক কমান্ডার ডাঃ এ গফ্ফার সহ শতাধিক মুক্তিযোদ্ধা ও বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ সহ তার আত্মীয়-স্বজন এলাকাবাসী।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোসলেম সরদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে কান্নার রোল।