বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

হোম টেকনোলজি ও টেকনিক্যাল ট্রেডার্স এর পক্ষ থেকে কক্সবাজার প্রেসক্লাবের নবগঠিত পরিষদকে সংবর্ধনা

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১২ এএম

হোম টেকনোলজি ও টেকনিক্যাল ট্রেডার্স এর পক্ষ থেকে কক্সবাজার প্রেসক্লাবের নবগঠিত পরিষদকে সংবর্ধনা

কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও অভিবাদন জানিয়েছেন হোম টেকনলোজি ও টেকনিক্যাল ট্রেডার্স এবং কক্স সিটি সুপার মার্কেট। 

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোম টেকনলোজি ও টেকনিক্যাল ট্রেডার্সের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর। 

 

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব এসএম আমিনুল হক চৌধুরী, আতাহার ইকবাল, কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, ক্রীড়া সম্পাদক এম আর মাহাবুব, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার উদ্দিন, কার্য নির্বাহী সদস্য এম আর খোকন, আবু ছিদ্দিক ওসমানী ও এসএম জাফর ।

 

এসময় বক্তারা বলেন, কক্সবাজার জেলার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে একসাথে কাজ করবেন। অপ-সাংবাদিকতা দূর করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। 

 

হোম টেকনলোজির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ হেলালী ও

ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কনট্রাকটর আহমেদ উল্লাহ ফারুকী সহ অন্যান্যরা।