শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

কামরুল হাসান, চট্টগ্রাম

 

চট্টগ্রাম সরকারি কলেজে দেলোয়ার হোসেন দুলাল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার রাতে পুলিশ তাকে আটক দেখায়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানো আদেশ দেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতি।

 

এ বিষয়ে নগরীর চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, দুলালকে আটক করে পুলিশকে খবর দেয় কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশ গিয়ে দুলালকে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এসময় ওসি জাহিদুল কবির আরও জানান, চট্টগ্রাম কলেজের একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।