নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো চালু হয়েছে ‘ডিরেক্টর অ্যাওয়ার্ড’। সম্প্রতি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের ১৪ জন চিকিৎসকসহ ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
চিকিৎসক ছাড়া বাকি অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন ২৮ জন নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং সহযোগী সংস্থা পিডব্লিউডি-র ১ জন প্রকৌশলী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন- স্বাস্থ্য ক্যাডারের প্রেস্টিজিয়াস পদক হচ্ছে- ডি. জি. (ডিরেক্টর জেনারেল) অ্যাওয়ার্ড। এ ধারাবাহিকতায় বাংলাদেশের টারশিয়ারি লেভেলের হাসপাতালগুলোর মধ্যে প্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ‘ডিরেক্টরস্ অ্যাওয়ার্ড’ চালু করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনিরের যোগদানের পর ৩ মাসের মধ্যেই তাঁর অধীনস্থ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মানোন্নয়নের জন্য এই অ্যাওয়ার্ড চালুর ব্যবস্থা করেছেন তিনি।
এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক বলেন- ‘আমি সবসময় ভালো কাজের সাথে ছিলাম এবং আছি। তাই আমার সহকর্মী কর্মকর্তা- কর্মচারীরাও সবসময় ভালো কাজটি করবে।’
তিনি আরো বলেন- ভালো কাজের স্বীকৃতি দেয়া দরকার। এই চিন্তা থেকেই আমি এ হাসপাতালে এই প্রথম ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড’ চালু করলাম। কেননা- পদক পেলে সবাই সম্মানিত বোধ করবে। তাদের কাজের গতি বাড়ে। যারা পায়নি তারা দেখেও প্রতিযোগী বা উৎসাহী হয়ে উঠবে।