নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেছে নানিয়ারচর জোন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে জোনের আওতাধীন বেতছড়ি নতুনপাড়া, রিঝিবিল পাড়া, নি¤œ বেতছড়ি পুরাতন পাড়া, সৈয়ন্দর পাড়া ও ফিয়া ডেলফিয়া ব্যপিষ্ট চার্চ গির্জাসহ মোট ৫টি গির্জায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সেনা সূত্রে জানা যায়, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে এসব গির্জায় নানিয়ারচর জোন (১৭ ইষ্ট বেঙ্গল) এর পক্ষ থেকে নগদ অর্থ ও মিষ্টান্ন উপহার সামগ্রী প্রেরণ করেছে নানিয়ারচর জোন।
এসময় জোনের আওতাধীন ত্রিপুরাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার লে. এসএম রাফসান জানী ও ঘিলাছড়ি ক্যাম্প প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নায়েব আলীসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও নিরাপত্তা প্রদানকালে নানিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ মো. নাজির আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ সাদী জানান, দুর্গম নানিয়ারচরে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যাতে স্বতঃস্ফুর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারে সেদিকে বিশেষভাবে নজরদারী করছে নানিয়ারচর জোন। নানিয়ারচর জোনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। যে কোন ধর্ম বর্ণের স্থানীয় জনগনের পাশে রয়েছে নানিয়ারচর জোন।
এদিকে নানিয়ারচর জোনের এমন জনকল্যাণমূলক কাজে প্রসংশা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা।