গাইবান্ধার গোবিন্দগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব বড়দিন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় প্রার্থনা, কেক কর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
বুধবার (২৫ ডিসেম্বর) কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর গির্জায় অনুষ্ঠিত বিশেষ প্রার্থনা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার রশিদুল বারী, ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা, ওসি বুলবুল ইসলাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
জয়পুর ও মাদারপুরসহ অন্যান্য অঞ্চলের গির্জাগুলোতেও অনুরূপভাবে নাচ-গান, প্রার্থনা এবং কেক কর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে খাবারের আয়োজন, নতুন পোশাক পরে উৎসব উদযাপন এবং আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার একটি বিশেষ আমেজ লক্ষ্য করা যায়।
খ্রিস্টান নেত্রী এমেলি হেম্রম বলেন, “আজকের দিনটির জন্য আমরা দীর্ঘ অপেক্ষা করি। এটি আমাদের আনন্দের দিন। এবারের বড়দিনে আমরা দেশের মঙ্গল ও মানুষের সুখ-শান্তি কামনা করেছি।”