বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন

শ্রমজীবি মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে - আ.ন.ম শামশুল ইসলাম

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন

বাংলাদেশের ১৮ কোটি জনসংখ্যার ৬০% শ্রমজীবী মেহনতি মানুষ। তারা যেখানে যায়, দেশও সেই দিকে যায়। *শ্রমজীবী মেহনতি মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন* আশা করা যায় না। তাদের ঐক্যবদ্ধ করে ইসলামের শাসন কায়েম করতে হবে। এসব কথা বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সাংসদ মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম বাঁশখালী উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময়।

 

*শ্রমিকদের ঐক্যের গুরুত্ব:*

তিনি আরো বলেন বৈষম্যহীন ও নির্যাতনহীন একটি দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ করতে দাওয়াত দিতে হবে, কারণ ঐক্য থাকলে ভবিষ্যতে কেউ আপনার *ভোটাধিকার* কেড়ে নিতে পারবেনা। তিনি আরো বলেন, “পৃথিবীতে অনেক বড় বড় বিপ্লব হয়েছে, কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কখনো শ্রমিকের অধিকার বাস্তবায়ন হবে না।”

 

*সম্মেলনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:*

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ*। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

- *দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা বদরুল হক*,

- *মাওলানা জহিরুল ইসলাম*,

- *এড. আবু নাছের*,

 

 

- *প্রকৌশলী শহিদুল মোস্তফা*,

- *দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মুঃ নুরুল হোছাইন*,

- *সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার*,

- *মাওলানা মুহাম্মদ ইসমাঈল*,

- *মুহাম্মদ আবু তাহের*।

*অনুষ্ঠানে অন্যান্য বক্তারা:*

*উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায়* সম্মেলনে বক্তব্য রাখেন:

- *উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী*,

- *সেক্রেটারী আরিফ উল্লাহ*,

- *মাওলানা মহিউদ্দিন*,

- *এনামুল হক জিহাদী*,

- *অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ*,

- *এড. জিএম সাইফুল ইসলাম*,

- *আ.ন.ম মহিউদ্দিন* প্রমুখ।

*নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা:*

একই দিন বাঁশখালী উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি* ঘোষণা করা হয়।

 

*উপসংহার:*

এ সম্মেলন শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং *ইসলামী শ্রমনীতি* প্রতিষ্ঠায় *ঐক্যবদ্ধ আন্দোলন* গড়ে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। সম্মেলনে নেতারা শ্রমিকদের *অধিকার বাস্তবায়ন* এবং *বৈষম্যহীন সমাজ* প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।,