সন্দ্বীপে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ
সন্দ্বীপের ১৬ নং সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান* এর নামকরণে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
*ফলাফল ঘোষণা:*
এদিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় *ফাউন্ডেশন কার্যালয়ে* আয়োজিত এক অনুষ্ঠানে *পরিক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান* এবং *মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ এর আহ্বায়ক প্রভাষক কাজী মাহবুবুর রহমান* ফলাফল ঘোষণা করেন।
*পরিক্ষার বিস্তারিত:*
এ বছর *সন্দ্বীপের ৫৪টি প্রাথমিক বিদ্যালয়*, *১টি নিম্ন মাধ্যমিক* ও *১২টি মাধ্যমিক বিদ্যালয়ের* মোট *৯৭৭ জন* পরিক্ষার্থী *৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম শ্রেণী* থেকে মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে *৯০৭ জন* পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং *১৮৪ জন* পরিক্ষার্থী *ট্যালেন্টপুল* ও *সাধারণ গ্রেডে* উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করেন।
*উল্লেখযোগ্য ফলাফল:*
- *৪র্থ শ্রেণী:* ১৪ জন *ট্যালেন্টপুল* এবং ৫৭ জন *সাধারণ গ্রেড*।
- *৫ম শ্রেণী:* ১০ জন *ট্যালেন্টপুল* এবং ৫৬ জন *সাধারণ গ্রেড*।
- *৬ষ্ঠ শ্রেণী:* ৩ জন *ট্যালেন্টপুল* এবং ২৬ জন *সাধারণ গ্রেড*।
- *৮ম শ্রেণী:* ৩ জন *ট্যালেন্টপুল* এবং ১৫ জন *সাধারণ গ্রেড*।
*অনুষ্ঠানে বক্তব্য:*
ফলাফল ঘোষণার পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন:
- *সন্দ্বীপ উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক* ও *কৃষি ব্যাংক প্রিন্সিপাল অফিসার* *আক্তারুজ্জামান সুজন*,
- *প্রধান শিক্ষক ইউছুপ আলী মামুন*,
- *ইবনুর শারমান ইরান*,
- *মাস্টার জাকাইতুল্ল্যাহ*,
- *তরুণ সমাজকর্মী মাসুদ রানা*,
- *নাইমুর রহমান সোহাগ*,
- *চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক* *নিজাম উদ্দিন*,
- *সাংবাদিক ইলিয়াছ সুমন* প্রমুখ।
*শেষে:*
*ফাউন্ডেশন* এবং *পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সহকারী সচিব শোয়াইব* এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভা সফলভাবে সমাপ্ত হয়।
এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা *সন্দ্বীপের শিক্ষার্থীদের উৎসাহিত* করার পাশাপাশি *মেধাবৃত্তি* অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করেছে।