বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই অপপ্রচার: খোরশেদ আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই অপপ্রচার: খোরশেদ আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তার ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দীনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম । এ অভিযোগের সাথে জড়িত থাকার ব্যাপারে তিনি দাবি করেছেন, এসব অপপ্রচার মূলত *আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা নেজামুদ্দীন নদভীর* ইশারায় করা হচ্ছে।

 

*সংবাদ সম্মেলনে অভিযোগ:*

 বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে *আবদুল্লাহ মোহাম্মদ আদিল এসব অভিযোগ করেছেন। তিনি বলেন,শাহজাহান চৌধুরীর পিএস মো. আরমান উদ্দীন ও তাকে অপপ্রচার ও অভিযোগের মুখে ফেলার জন্য* এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। আদিল অভিযোগ করেন, খোরশেদ আলম এর সাথে তার কখনো কথাও হয়নি এবং তাকে দেখাও হয়নি। 

 

*অপপ্রচারের প্রতিবাদ:*

 

আদিল আরো বলেন, "খোরশেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকা উদ্ধারের চুক্তি বা হাত-পা বেঁধে নির্যাতন* কিংবা প্রাণে মারার হুমকির বিষয়ে আমি কিছু জানি না। অথচ এসব ঘটনার সাথে আমার নাম জড়িয়ে দেয়া হয়েছে।" তিনি আরও দাবি করেন, খোরশেদ যে ঘটনা উল্লেখ করেছেন, *৫ আগস্ট* তার ব্যবসা প্রতিষ্ঠানে *লুটপাট ও আগুন লাগানোর* ঘটনা ঘটে বলে তিনি সংবাদ সম্মেলনে দাবি করেছেন। কিন্তু তিনি প্রশ্ন করেন, *৮ জুলাই* *আরমান উদ্দীন* কারাগার থেকে মুক্তি পেয়ে কীভাবে এই ধরনের অপরাধে নেতৃত্ব দিতে পারেন?

 

*নদভীর ইশারায় অপপ্রচার:*

এছাড়া, আদিল সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, এই অপপ্রচারগুলো আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা নেজামুদ্দীন নদভী এর ইশারায় করা হচ্ছে। তিনি বলেন, খোরশেদ আলমের এসব অভিযোগ শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার জন্য।

 

*উপসংহার:*

এ সংবাদ সম্মেলনটি শাহজাহান চৌধুরীর পিএস মো. আরমান উদ্দীন এবং খোরশেদ আলম এর মধ্যে চলমান রাজনৈতিক সংঘর্ষের অংশ হিসেবে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে আবদুল্লাহ মোহাম্মদ আদিল এর বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করেছেন যে, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অপপ্রচার ।