টেকনাফ উপজেলার *শাহ্ পরীর দ্বীপ* ডাঙার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে *২৭ ডিসেম্বর* বিকালে *শাহ্ পরীর দ্বীপ ইউনিয়ন বিএনপি* এর উদ্যোগে আয়োজিত *কর্মী সম্মেলনে* প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন *টেকনাফ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাসেম সিআইপি*।
*৩১ দফা রূপরেখা বাস্তবায়ন:*
বক্তব্যে *হাসেম সিআইপি* বলেন, *তারেক রহমান* এর নির্দেশনা অনুযায়ী *৩১ দফা রূপরেখা* বাস্তবায়ন করতে হবে এবং তা *ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায়* পৌঁছে দিতে হবে। তিনি বলেন, এই রূপরেখার মাধ্যমে *নতুন বাংলাদেশ* গড়ার সুযোগ আসবে এবং যদি জনগণ তা বাস্তবায়ন করতে পারে, তবে দেশের সাধারণ জনগণ এর সুফল পাবে।
*শেখ হাসিনার দেশ ত্যাগ এবং জনগণের শান্তি:*
হাসেম সিআইপি বলেন, *ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা* দেশ ছেড়ে *ভারতে পালিয়ে* যাওয়ার পর *সাধারণ মানুষ শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে* এবং *শান্তিতে ঘুমাচ্ছে*। তিনি বলেন, "শেখ হাসিনার চলে যাওয়ার পর সাধারণ মানুষ এখন শান্তিতে আছে, তবে তারা (সরকার) এখনো ষড়যন্ত্র করছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।"
তিনি আরো বলেন, যারা *দুর্দিনের কর্মী* ছিলেন, তাদের মূল্যায়ন করতে হবে এবং যারা *ক্ষমতার প্রলোভন* দেখাবে, তাদের থেকে *দূরে থাকতে হবে*।
*নতুন বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:*
হাসেম সিআইপি বলেন, *৩১ দফা রূপরেখা* একটি *আগামীর নতুন বাংলাদেশ* গড়ার পরিকল্পনা। তারেক রহমানের এই রূপরেখা বাস্তবায়ন করলে বাংলাদেশের জনগণ এর সুফল পাবে। তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
*বিশেষ অতিথির বক্তব্য:*
*উপজেলা বিএনপির সভাপতি এড. হাছান সিদ্দিকী* তার বক্তব্যে বলেন, "বর্তমানে দেশে *আইনের শাসন* প্রতিষ্ঠিত হয়নি, তাই *তারেক রহমানের হাতকে শক্তিশালী* করতে বিএনপি পরিবারের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
*অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা:*
সম্মেলনে *বিশেষ অতিথি* হিসেবে বক্তব্য রাখেন:
- *টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক* *শাহাদাৎ হোসেন*,
- *সাংগঠনিক সম্পাদক* *এড. সেলিমুল মোস্তফা*,
- *সাবরাং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি* *মৌলভী আব্দুল গফুর*,
- *শাহ্ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি* *ইসমাইল মেম্বার*,
- *কক্সবাজার জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক* *আব্দুল আমিন আবুল*,
- *সাবরাং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক* *হেলাল উদ্দিন আসাদ*,
- *টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব* *ওমর সাদেক*,
- *সাবরাং ইউনিয়ন যুবদলের আহবায়ক সাংবাদিক* *আয়াছ উদ্দিন আবির* প্রমুখ।
এছাড়া, সভায় *টেকনাফ শাহ্ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন বিএনপি*, *যুবদল*, *ছাত্রদল*, *কৃষকদল*, *শ্রমিকদল* এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
*উপসংহার:*
এ কর্মী সম্মেলনটি ছিল *শাহ্ পরীর দ্বীপ ইউনিয়ন বিএনপি* এর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান, যেখানে *৩১ দফা রূপরেখা* বাস্তবায়ন এবং *বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার* আহ্বান জানানো হয়। নেতারা একসাথে চলার অঙ্গীকার করে দেশের জনগণের জন্য একটি নতুন, শান্তিপূর্ণ এবং শক্তিশালী বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।