শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আটক

কামরুল হাসান, চট্রগ্রাম

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:১২ পিএম

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আটক

চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ জন আটক

 

চট্টগ্রামে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন।  

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।  

 

এ অভিযানে অংশ নেয় চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে বহদ্দারহাট এলাকার গুলজার, নিরিবিলি ও পপুলার হোটেলে অভিযান চালানো হয়।  

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, এসব হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গিয়েছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হবে।  

 

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।