রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সদরপুরে ৪৮ পুরা হেরোইনসহ ২ যুবক আটক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৯:১২ এএম

সদরপুরে ৪৮ পুরা হেরোইনসহ ২ যুবক আটক

ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪৮ পুরা হেরোইনসহ দুই যুবককে আটক করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর ইউনিয়নের পূর্বশ্যাম গ্রামের জালালের দোকানের সামনে এ অভিযান পরিচালিত হয়।

 

এ বিষয়ে সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী মিনারুলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্বশ্যামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মাদক বিক্রি করতে থাকা দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের রাশেদ তালুকদারের পুত্র হাসিবুল তালুকদার (২২) এবং চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুতলা জামতলা গ্রামের মিজানুর বেপারীর পুত্র তামিম বেপারী (২৩)।

 

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪৮ পুরা হেরোইন উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সদরপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এই অভিযানে পুলিশের উপস্থিতি এবং সফলতার ফলে এলাকার মাদক ব্যবসায়ীরা কিছুটা বিপাকে পড়েছে। পুলিশ জানিয়েছে, তারা মাদক বিরোধী কার্যক্রম জোরদারভাবে চালিয়ে যাবে।