বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

হোসেনপুরে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

আশরাফ আহমেদ , হোসেনপুর

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

হোসেনপুরে অসহায়দের মাঝে  শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের কুড়িমারা আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার এর  উদ্যোগে   ১২০ জন অসহায়দের  মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
গতকাল শুক্রবার (২৭ডিসেম্বর) বিকেলে ঢাকা ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক ও পাঠাগার সভাপতি শফিউল্লাহ কারার সভাপতিত্বে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কাজী নাহিদ ইভা,  বিশেষ অতিথি উপজেলা সমাজ সেবা অফিসার এহসানুল হক, সাহেদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক আবুল হাসিম সবুজ, প্রভাষক মোহাম্মদ রুবেল মিয়া,  আলোকিত সামাজিক সংঘ এর সভাপতি মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হক,  সদস্য জুনায়েদ হোসেন, অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।