বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৪২)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় একটি চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

#খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস # টিম লিডার  আতিকুর রহমান এর নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এই মর্মান্তিক দুর্ঘটনা গোবিন্দগঞ্জবাসীকে শোকস্তব্ধ করেছে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।