বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

কক্সবাজার মেরিনড্রাইভ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

কক্সবাজার মেরিনড্রাইভ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কক্সবাজারের মেরিনড্রাইভের ইনানী সমুদ্রসৈকত সংলগ্ন সড়কে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাজিদ কবির। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হন, তবে তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

# দুর্ঘটনা ঘটে # শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে । নিহত সাজিদ কবির কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পাস করেন এবং বর্তমানে ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিলেন বলে জানা গেছে।

# উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা# (ওসি) মো. আরিফ হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

# নিরাপত্তা # স্থানীয় পুলিশ ও প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে।