বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

নাজিরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু

শফিকুল ইসলাম শফিক, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

নাজিরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক এইচ. এম আনিসুর রহমান আর নেই। 

২৮ ডিসেম্বর (শনিবার) দিবাগত রাত ৩ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি বিগত ১৫ দিন পূর্বে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

২৮ ডিসেম্বর (শনিবার) মরহুমের নামাজের জানাজা বাদ জোহর পাক মঞ্জিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং তার মরদেহ পাক মঞ্জিল গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তিনি উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দৈনিক লাখো কণ্ঠ, বাংলার বাণী সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। 

নাজিরপুর প্রেস ক্লাব সভাপতি কে. এম সাইদ ও সাধারণ সম্পাদক এস.এম সিপার সহ প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ এইচ. এম আনিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।