রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

টাঙ্গাইল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন: মিথ্যা তথ্যের প্রতিবাদ

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল:

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

টাঙ্গাইল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন: মিথ্যা তথ্যের প্রতিবাদ

টাঙ্গাইল জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত মিথ্যা তথ্য এবং ভুয়া রেজুলেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্তমান কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

#প্রতিবাদের মূল বক্তব্য#
বক্তারা দাবি করেন, প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করে এবং ভুয়া রেজুলেশন তৈরি করে সংবাদ প্রচার করেছে। এতে সাধারণ ব্যবসায়িদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে।

আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় সমিতির কার্যক্রম বন্ধ ছিল। সাধারণ ওষুধ ব্যবসায়িদের সমর্থনে নবগঠিত আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করে এবং কার্যক্রম পরিচালনা করছে। কমিটির অনুমোদন কেন্দ্রে পাঠানো হয়েছে।

#সমিতির সম্পত্তি বিষয়ে বক্তব্য#
সাবেক সহ-সভাপতি আবু তাহের চৌধুরী জানান, সমিতির ঘরটি তিনি ব্যক্তিগতভাবে ক্রয় করেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে সেটি সমিতির নামে লিখে দেন।

#টাকার আত্মসাৎ প্রসঙ্গে সাফাই#
সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহ ড্রাগ লাইসেন্সের টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ড্রাগ লাইসেন্সের ২৫-৩০ লাখ টাকা কেন্দ্রের নিয়ম মেনে উত্তোলন করা হয়েছে এবং তা কেন্দ্রে পাঠানো হয়েছে। এই অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। যদি কেউ প্রমাণ করতে পারে, তবে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন।

#উপসংহার#
সম্মেলনের নেতৃবৃন্দ মিথ্যা তথ্য ও ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।