বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার, দালালের বিচারের দাবি প্রবাসীর পরিবারের

মোঃ ইমরান সিকদার, তালতলী

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার, দালালের বিচারের দাবি প্রবাসীর পরিবারের

ভালো চাকরির প্রলোভনে প্রবাসে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বরগুনার তালতলীর মিজানুর রহমান। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তালতলী সাংবাদিক ফোরামে কান্নাজড়িত কণ্ঠে সরকারের কাছে দালালের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
#প্রতারণার বিস্তারিত#
সংবাদ সম্মেলনে মিজানুর রহমানের পরিবার জানান, স্থানীয় বড়বগী ইউনিয়নের দক্ষিণ সওদাগরপাড়া গ্রামের মো. রহমানের ছেলে জুয়েল মিজানকে ৬০ হাজার টাকা বেতনে মালয়েশিয়ায় একটি ভালো অফিসিয়াল চাকরির প্রলোভন দেখান। চাকরির জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন বলে জানালে, মিজানের বাবা-মা গহনা বিক্রি, জমি বন্ধক এবং ধার-দেনা করে টাকার ব্যবস্থা করেন।
চলতি বছরের মে মাসে মিজানসহ আরও ৫-৬ জনকে বিদেশে পাঠান জুয়েল। তবে মালয়েশিয়া পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। মিজানকে অফিসিয়াল কাজ না দিয়ে পাম বাগানে পাঠানো হয়, যেখানে তার জীবনের কোনো নিরাপত্তা নেই।
#মিজানের দুর্দশা#
পাম বাগানে কাজ করতে গিয়ে মিজান বিষাক্ত সাপ এবং বুনো হাতির সম্মুখীন হন। একাধিকবার দুর্ঘটনায় রক্তাক্ত হন এবং চিকিৎসা ছাড়াই দিন পার করেন। পরিবারের ধার-দেনার বোঝা মাথায় নিয়ে তিনি কাজ চালিয়ে গেলেও কোনো উপার্জন দেশে পাঠাতে পারেননি।
বর্তমানে মিজানের পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই। পরিবারের সদস্যরা তার সন্ধান চান এবং দাবি করেন, দালাল জুয়েলের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দিতে হবে।
#পরিবারের দাবি#
সংবাদ সম্মেলনে মিজানের বাবা ইউসুফ ক্বারী, ভাই মিরাজ, স্ত্রী মীম এবং চাচা ইসমাইল হোসেন জানান, দালাল জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। একইসঙ্গে সরকারের কাছে প্রবাসীদের জীবনের নিরাপত্তা এবং প্রতারণার শিকার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
#উপসংহার#
এ ধরনের প্রতারণা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। মিজানের মতো সহজ-সরল মানুষ যাতে আর এভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।