পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী সাতকাছিমা মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং শ্রীরামকাঠী প্রণবমঠের শিশু ও বৃদ্ধা আশ্রমের বয়স্কদের মধ্যে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
#কম্বল পেয়ে আনন্দিত শীতার্তরা#
কম্বল পাওয়া কয়েকজন শীতার্ত তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমাদের খোঁজ-খবর নিয়ে শীত নিবারণের জন্য কম্বল প্রদান করায় ইউএনও স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার মঙ্গল করুন।” এ কথা বলতে বলতে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
#উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য#
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত বরাদ্দের একশো পিস কম্বল এতিম শিক্ষার্থী এবং বৃদ্ধা আশ্রমের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং খুব শিগগিরই উপজেলার আরও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।”
#উপসংহার#
এমন উদ্যোগ স্থানীয় অসহায় শীতার্ত মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সকলেরই এগিয়ে আসা উচিত।