#গাজীপুর# পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তারা যতই প্রভাবশালী হোক না কেন।
শনিবার (২৮ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
#বনভূমি উদ্ধারে কার্যক্রম#
তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে গাজীপুরের দখল হওয়া বনভূমি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। ৫ আগস্টের পরে গাজীপুরে দখল হওয়া ৯০ একর বনভূমির মধ্যে ইতোমধ্যে ১৬ একর উদ্ধার করা হয়েছে। দখলকারীদের প্রতিরোধ করতে কীভাবে কাজ করতে হয়, তা প্রশাসন জানে।
#সীমানা নির্ধারণ ও দূষণ প্রতিরোধ#
উপদেষ্টা বলেন, বনভূমির সীমানা নির্ধারণের কাজ দ্রুত শুরু করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃক্ষনিধন ও শিল্পকারখানার দূষণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। নবায়নের সময় জনগণের মতামত নেওয়ারও পরামর্শ দেন তিনি।
#উপস্থিত ব্যক্তিত্ব#
মতবিনিময় সভায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে পুলিশ সুপার, আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক, ৬৩ বিজিবির অধিনায়ক, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#উপসংহার#
বন ও পরিবেশ সুরক্ষায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বনভূমি পুনরুদ্ধার ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।