বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

জাতীয় সংবাদ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

৪৭ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-উত্তরা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-উত্তরা বিভাগের অভিযানে শ্যামলী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাজা মোল্লা (৩০) এবং মোঃ ওমর ফারুক (২৩)।
#অভিযানের বিবরণ#
শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) রাত ১টা ৫৫ মিনিটে শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম সেখানে অবস্থান নেয়।
#ডিবি সূত্রে জানা যায়#
যাত্রাবাড়ী থেকে মাদক বহনকারী কাভার্ডভ্যানটি শ্যামলীর দিকে আসছিল। গাড়িটি টিবি হাসপাতালের সামনে পৌঁছালে ডিবি টিম সেটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে বিশেষ কায়দায় লুকানো ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া, মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান এবং মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
#গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তি#
ডিবি জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করত। উদ্ধারকৃত গাঁজাও একই উদ্দেশ্যে তাদের কাছে ছিল।
#আইনানুগ ব্যবস্থা#
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিএমপি ডিবি-উত্তরা বিভাগ জানিয়েছে, মাদক চক্র নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ধরনের অভিযান ঢাকা মহানগরের মাদক নিয়ন্ত্রণ এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।