রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ

মো: ইউনুুস মিয়া , মুরাদনগর

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

১৩ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা কায়কোবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (২৮ ডিসেম্বর) সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
#বিমানবন্দরে গণজমায়েত#
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশ বাস এবং দুই সহস্রাধিক মাইক্রোবাস নিয়ে কর্মী-সমর্থকরা উপস্থিত হন। এছাড়াও বিপুল সংখ্যক যানবাহনে আরও অসংখ্য নেতা-কর্মী বিমানবন্দরে আসেন। ব্যানার-ফেস্টুন ও ফুলের মালা নিয়ে বিভিন্ন অঙ্গসংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা কায়কোবাদকে বরণ করেন। এসময় পুরো বিমানবন্দর এলাকা জনসমুদ্রে রূপ নেয়।
#মাজারে শ্রদ্ধা নিবেদন#
বিমানবন্দর থেকে নেতাকর্মীদের নিয়ে কায়কোবাদ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
#দেশে ফেরা ও মামলা থেকে খালাস#
দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করা কায়কোবাদ সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সব মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার পর তিনি দেশে ফেরেন।
#স্থানীয়দের প্রতিক্রিয়া#
মুরাদনগরের জনগণ তাদের প্রিয় এই নেতার ফিরে আসায় অত্যন্ত উচ্ছ্বসিত। এলাকাবাসী আশা করছে, তার প্রত্যাবর্তনে স্থানীয় রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।