বুধবার, জানুয়ারী ১, ২০২৫

কক্সবাজারে বিজয় দিবস হাফ ম্যারাথন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন

মোহাম্মদ খোরশেদ হেলালী , কক্সবাজার

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

কক্সবাজারে বিজয় দিবস হাফ ম্যারাথন উৎসব মুখর পরিবেশে  সম্পন্ন

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অনুষ্ঠিত বিজয় দিবস হাফ ম্যারথন উৎসবমুখর পরিবেশে শেষ  হয়েছে। পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার তরুণ ইমরান হাসান। পেশাদার ম্যারাথন দৌড়বিদ ইমরান ১ ঘন্টা ৮ মিনিট ৬ সেকেন্ড সময় নিয়ে ২১ কিলোমিটার ফাঁড়ি দিয়ে সবাইকে পেছনে ফেলে নগদ ৫০ হাজার টাকা জিতে নেয়। এই বিভাগে ১ম রানার্সআপ হয়েছেন, সিলেটের তরুণ আশরাফুল আলম। তিনি সময় নিয়েছেন ১ ঘন্টা ১৩ মিনিট, ১০ সেকেন্ড। ২য় রানার্সআপ মোহাম্মদ সুজন এই পথ পরোতে সময় নেন ১ ঘন্টা ১৬ মিনিট ৩০ সেকেন্ড।

অন্যদিকে মহিলা বিভাগে ওম্যান রেস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সিগমা। তিনি ২১ কিলোমিটার পেরোতে সময় নেন ১ ঘন্টা ৩৯ মিনিট ৯ সেকেন্ড। প্রথম রানার্সআপ সামিয়া ১ ঘন্টা ৪৬ মিনিট ৪৪ সেকেন্ড সময় নেন। এছাড়া ২য় রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা ১ ঘন্টা ৪৭ মিনিট ১৭ সেকেন্ড সময় নিয়ে ২১ কিলোমিটারের চ্যালেঞ্জ গ্রহন করেছেন।
এর আগে আজ শনিবার ভোর সাড়ে ৬ টায় মেরিন ড্রাইভ রোড়ের দরিয়ানগর এলাকা থেকে বিজয় দিবস হাফ ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের কমান্ডিং জেনারেল অফিসার ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম রং বে-রংয়ের বেলুন উড়িয়ে সাড়ে তিন'শ জন নারী -পুরুষ ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, কক্সবাজার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ উপস্থিত ছিলেন। পরে দু' ক্যাটাগরির প্রতিযোগীরা ইনানীর বে- ওয়াচ হোটেলের সামনে ফিনিশিং টাচ স্পর্শ করে প্রতিযোগিতার সমাপ্তি টানেন।প্রতিযোগিতায় ৭ জন বিদেশী নাগরিক অংশ নেন। তাঁরা প্রত্যেকেই সেরা দশে ছিলেন।
এদিকে ম্যারাথন দৌড় শেষে আজ শনিবার সকাল ১১ টায় এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ইনানীর হোটেল বে-ওয়াচ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের কমান্ডিং জেনারেল অফিসার ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বিশেষ অতইথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। পরে অতিথিদ্বয় বিজয় দিবস হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মাঝে নগদ টাকা, মেডেল ও ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস হাফ ম্যারাথনে ২১দশমিক এক কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন দৌড়বিদরা। প্রত্যেক অংশগ্রহণকারী ম্যারাথন কিট এবং টি-শার্ট পেয়েছেন।
ফিনিশার মেডেলের সাথে তিনটি পুরস্কারের প্রথমটিতে(পুরুষ-মহিলা) নগদ ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৩০ হাজার ও তৃতীয় বিজয়ীর হাতে ২০ হাজার টাকা পুরস্কারের অর্থ তুলে দেন অতিথিগণ।