বুধবার, জানুয়ারী ১, ২০২৫

দ. কোরিয়ায় বিমানটি ‘পাখির আঘাতে’ বিধ্বস্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০১:১২ পিএম

দ. কোরিয়ায় বিমানটি ‘পাখির আঘাতে’ বিধ্বস্ত হতে পারে

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার ১৮১ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুইজন বাদে বিমানের বাকি সব আরোহী প্রাণ হারিয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এরপর রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের কোনো অবকাঠামোয় আঘাত করে এটি। এর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
মুয়ান ফায়ার বিভাগের প্রধান লি জিয়ং-হুন জানিয়েছেন, তাদের ধারণা পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার কারণে হয়ত বিমানটি বিধ্বস্ত হয়েছে। তিনি বলেন, “দুর্ঘটনার কারণ হিসেবে পাখির আঘাত অথবা খারাপ আবহাওয়াকে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর যৌথ তদন্তের মাধ্যমে পরবর্তীতে দুর্ঘটনার কারণ জানানো হবে। “
তবে ভিডিওতে নীল পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। যার অর্থ খারাপ আবহাওয়ার কারণে বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা কম।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন, ল্যান্ডিং গিয়ারের কিছুটা ত্রুটির কারণে বিধ্বস্তের ঘটনা ঘটেছে। রানওয়ে স্পর্শ করার পর পেটের অংশ দিয়ে রানওয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছিল বিমানটি। এর কিছুক্ষণ পরই কোনো কিছুতে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এটি। তাৎক্ষণিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর বাকি যেসব আরোহী আছেন তাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সর্বশেষ তথ্যে ৮৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।