বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫

হোসেনপুরে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ

আশরাফ আহমেদ , হোসেনপুর

প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১২ পিএম

হোসেনপুরে পারিবারিক পুষ্টি বাগানের   প্রণোদনা বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে  কৃষকদের সবজি ও  পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান করতে উৎসাহিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহায়তায়  প্রণোদনা দিয়েছে হোসেনপুর  উপজেলা কৃষি অফিস।
রবিবার  (২৯ ডিসেম্বর)  সকালে কৃষি অফিস থেকে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকের মধ্যে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ করা হয়।
পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা উপজেলার ৬টি ইউনিয়নের ৮৭ জন কৃষকে দেয়া হয়। এদের মধ্যে ২০ কেজি জৈব সার,মরিচ, পালং, কলমি, শশা,বেগুন, পুইশাক, ঢেঁড়স ,লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া,সিম, বাঁধাকপি, ডাটা, লাল শাক, টমেটো, মুলা,  সবজি রক্ষার জন্য নেট, ২ জাতের জাম্বুরা, কদবেঁল, পেঁয়ারা, লেবুর চারা এবং পানি দেয়ার ২টি ছোট বালতি,  বিতরন করা হয়। ক্রমবর্ধমানভাবে পরিবারে শাকসবজি চাহিদা মেটাতে বসতবাড়ীর আঙ্গিনার ফেলে রাখা পতিত জমি কৃষির আওতায় আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির ,  উপ-সহকারী কৃষি কর্মকতা এনায়েতুল ইসলাম, মুদাসিল হায়দার আলমগীর, অর্পূব চন্দ্র দাস, মাহবুব হাসান, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস আলম, মায়মুনা আক্তার, জাহিদ হাসান রনি, দিলশান আক্তার, তরিকুল হাসান প্রমুখ। 
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একে এম শাহজাহান কবির বলেন, এ পুষ্টি বাগান একদিকে সবজি ও ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে। ছোট একটি পরিবারের সারাবছরের সবজি ও ফলের চাহিদা মেটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কৃষি অফিস।