অ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীল বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৪ এর পর্দা নেমেছে। গতকাল বিকালে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর গুলশান ক্লাবে টুর্নামেন্টটির চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২৬ ডিসেম্বর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বেলুন ওড়ানো ও ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়। বাংলাদেশে খুব বেশি পরিচিত না হলেও নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে স্কোয়াশ। টুর্নামেন্টের সবশেষ আসরে অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা ও ক্লাবের ১৬০ জন ছেলে মেয়ে।
প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের চূড়ান্ত খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ট্রফির পাশাপাশি পুরুষ ও মহিলা উন্মুক্ত গ্রুপের (জাতীয় দলের খেলোয়াড়) প্রথম পাঁচ জনকে অর্থ পুরস্কার এবং বয়স ভিত্তিক বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের গিফট ভাউচার দেওয়া হয়।
তৃতীয় স্কোয়াশ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী মেজর জেনারেল হাসান উজ জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট জনাব এম এ মাদের অনু, এ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীলের ডি এম ডি জনাব সাজেদ সিরাজ এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া এলিজাবেথ সিম্পসন।