বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা সদরের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি কোহিনুর জাহান।
শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান। সহকারী শিক্ষক সুব্রত মহলীর সঞ্চালনায় এসময় সহকারী প্রধান শিক্ষক শাহিদা খাতুন, এসএমসির সাবেক সভাপতি খান মাহমুদ আরিফুল হক, সাবেক অভিভাবক সদস্য আ. গফফার সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।