টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে মধুপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।আজ সোমবার বিকেলে মধুপুর উপজেলার অখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল বাজার খেলার মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকেলে মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল বাজার খেলার মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিম সরকার, কাবিল উদ্দিন, আশরাফুল আলম মিয়া বাচ্চু, মো: ওবায়দুল্লাহ, অ্যাডভোকেট জনজেত্রা প্রমুখ।