চট্টগ্রাম নগরীতে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উদ্যোগে আয়োজিত Training On Trial Advocacy & Litigation Skills এর সমাপনী অনুষ্ঠান রোববার (২৯ ডিসেম্বর) আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এবিএম আবু নোমান, যুগ্ম জেলা ও পটিয়া সেশন জজ নাজমুল হাসান সোহান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।
আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষক ও ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম জিহাদী, আইন বিভাগের শিক্ষক খাদিজাতুল কোবরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, আমরা চাই পেশাগত জীবনে প্রবেশের পূর্বে শিক্ষার্থীরা সে পেশা সম্বন্ধে যাতে নিজেকে তৈরি করে নিতে পারে। একজন দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইন বিভাগ তাদের শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করছে। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আইনের সেবক হিসেবে সাধারণ মানুষকে আইনি সহযোগিতা করার মাধ্যমে সকলকে আইনের প্রতি আস্থাশীল করার জন্য একজন দক্ষ আইনজীবী হিসেবে আপনাদের তৈরি করা।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর এবিএম আবু নোমান বলেন, নৈতিক মূল্যবোধ বৃদ্ধি, ন্যায় পরায়ণতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরাই মুখ্য ভূমিকা পালন করে।
আইন পেশায় প্রবেশের পূর্বে আইন পেশা সম্বন্ধে যাতে সম্যক জ্ঞান অর্জন করতে পারেন, আপনার যদি বিভিন্ন আইন সম্বন্ধে ভালো দক্ষতা থাকে এবং বিচারিক বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে আপনার ধারণা থাকে তাহলে আপনি একজন আইনজীবী হিসেবে সুনাম অর্জন করতে পারবেন। সে নিরিখে দক্ষ আইনজীবী তৈরি করার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের এই ধারাবাহিক কার্যক্রম যাতে আরও গতিশীল হয়, সে লক্ষ্যে বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের আরো বেশি আন্তরিক হতে হবে।
বিশেষ অতিথি বিচারক নাজমুল হাসান সোহান বলেন, আইন পেশা হচ্ছে মানুষ এবং রাষ্ট্রের সেবা করার জন্য অন্যতম একটি পেশা। প্রতিযোগিতাশীল বিশ্বে আপনাকে সব জায়গায় প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হবে, সে প্রতিযোগিতায় জয়ী হতে হলে অবশ্যই নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আইন পেশায় ও সকল ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতার সম্মুখিন হতে হবে। কিন্তু পেশাগত জগতে প্রবেশ করার ক্ষেত্রে আপনার যদি সে বিষয়ে জ্ঞান থাকে তাহলে আপনি এগিয়ে থাকবেন। সফল আইনজীবী হিসেবে ছাত্র-ছাত্রীদের তৈরি করার জন্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি যে ধারাবাহিক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে, তার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।