রবিবার, এপ্রিল ২০, ২০২৫

গোবিন্দগঞ্জে স্মল টাউন প্রোগ্রেস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৫, ০২:০১ পিএম

গোবিন্দগঞ্জে স্মল টাউন প্রোগ্রেস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্মল টাউন প্রোগ্রেস ফাউন্ডেশন এর উদ্দ্যোগে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার গরীব অসহায় দুঃস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বিকালে স্মল টাউন প্রোগ্রেস ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাহীন মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব মোহনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রতিনিধি আলহাজ্ব রাসেল কবির। অনুষ্ঠানে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর মোন্নাপাড়া হাফেজিয়া মাদ্রাসার গরীব শিক্ষার্থীদের এবং এলাকার অসহায় দুঃস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথপুর হাফেজিয়া মাদ্রাসার মহতামিন হাফেজ মামুন মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুবেল মিয়া, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, রুবেল সরকার, সাইদুর রহমান,খোকন সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।